জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— যারা এখনো জানে না তারা আসলে পার্টি নাকি গ্রুপ স্টাডি — তাদেরকে অফিসিয়ালি বয়কট করলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো, পরে কৃত্রিম হাত হারিয়ে ভাইরাল হওয়া জুলাইযোদ্ধা আরজে আতিকুল গাজী।
বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন—
👉 “আজ থেকে আমি এনসিপিকে Mute করলাম... মানে বয়কট করলাম…”
(তার টোনে ছিলো– ‘Enough Internet For Today’ ভাইবস)
এর আগেও এই এক ইস্যুতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচার সচিব ফাইয়াজ ইফতিকেকে কারণ দর্শাও নোটিশ পাঠায়।
নোটিশ দেখে তিনি বলেন—
👉 “কারণ তো দেখাইছি, এখন বিদায়ও দেই।” ✌️
এদিকে ভোলার জাতীয় যুবশক্তি নেতা সাইফুল্লাহ সানীও ভাবলেন—
👉 “এ কিসের পার্টি! রেগে গেলে রাগারাগি না করে নোটিশ দেয়!”
এবং সম্মানের সাথে পদত্যাগ করে নিলেন।
ভিডিও বার্তায় আতিক বলেন—
⚡ “এনসিপি সবসময় ঘুরায় ঘুরায় কথা বলে। মনে হয় ওরা ‘বাউল গান’ না, ‘লুপ গান’ গায়!”
তিনি আরও বলেন—
👉 “বাউল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এটা মতপ্রকাশ না—এটা ‘মতপ্রকাশ প্লাস বোকামি।’”
💥 তিনি ঘোষণা দেন:
> "আজ থেকে এনসিপির সব কিছু ব্লক, আনস্টল, আনফ্রেন্ড, আনফলো।
যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করবে—তাদের নামও নেবো না।"
(কিন্তু নাম নিয়ে ঘোষণা দিলেন—মজারই মানুষ 😆)
📌 প্রসঙ্গত, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগের পর রাস্তায় আন্দোলনে আতিকের হাতে গুলি লাগে।
হাসপাতাল ট্যুর শেষ করে, হাত কাটার পরে তিনি হয়ে যান—
👉 জুলাই রেভল্যুশনের ‘ওয়ান-হ্যান্ডেড সুপারহিরো’।
তারপর আবার ১৭ অক্টোবর, জাতীয় সংসদের সামনে পুলিশের লাঠিচার্জে
কৃত্রিম হাত খুলে মানিক মিয়া এভিনিউতে পড়ে যায়।
(রাস্তা তখন মনে করেছিল—“Lost Item: One Hand”) 😭🤣
সেই ঘটনায় দেশজুড়ে মানুষ বলেছিল—
👉 “একটা পার্টি না পারুক, একটা হাত কেন ধইরা রাখতে পারলো না?”
🙌 এখন আতিকের তিন দফা দাবি—
1️⃣ জুলাই আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি
2️⃣ জুলাই বীরের পদক
3️⃣ এনসিপির জবাব– “Sorry, Bro.”


কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন