Home Top Ad

banner

দেশ সংস্কারের নামে হাঙ্গা বসলেন হান্নান মাসউদ! টিনের ঘর থেকে হঠাৎ ‘কারি-কারি’ টাকা, এনসিপি নেতার হঠাৎ উত্থান!

Share:

সংবাদবিবরণ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ জীবনের নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন। সম্প্রতি তিনি বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে বাগদান সম্পন্ন হয় দুই পরিবারের উপস্থিতিতে। পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) ও মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।


অন্যদিকে, নোয়াখালীর হাতিয়ার উপজেলা সন্তান হান্নান মাসউদ। জানা গেছে, দেশ সংস্কারের ভান করে হান্নান মাসউদ হঠাৎ করে রাজনৈতিক উঠান-নামানির মাঝেই হাঙ্গা বসাচ্ছেন। আগে টিনের ঘরে জীবন কাটানো এই নেতা এখন হঠাৎ ‘কারি-কারি’ টাকা পাচ্ছেন—এতো টাকা কোথা থেকে আসছে, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।


এদিকে, পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে শুক্রবার হান্নান মাসউদ সৌদি আরবে গেছেন। জানা যায়, তিনি এক সপ্তাহের বেশি সময় সেখানে অবস্থান করবেন। দেশের সমস্যা ও সংস্কারের কথা বলে হঠাৎ ধনী হয়ে ওঠা এই নেতার পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে প্রশ্ন উঠেছে।

কোন মন্তব্য নেই