Home Top Ad

banner

শাহরুখ বাদ, শাকিবে মজলেন হানিয়া—ঢালিউডে নতুন নাটক!

Share:

 

সংগ্রহীত ছবি

পাকিস্তানের টিভি-তারকা হানিয়া আমির ঢাকায় এসে যেন হঠাৎই ঢালিউডের ক্যালকুলেটর চালু করলেন। সানসিল্কের এক ফটোশুটে অংশ নিতে ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকায় পা রেখেই পুরান ঢাকার আহসান মঞ্জিল ঘুরে দেখা, নাগা মরিচের ঝালমুড়ি খাওয়া—সবকিছুতেই একেবারে “লাইট, ক্যামেরা, অ্যাকশন” মুড!


কিন্তু আসল নাটক শুরু শনিবার রাতে এক শোতে। উপস্থাপক সৌমিক আহমেদ যখন হানিয়ার কাছে প্রশ্ন ছুড়লেন—শাকিব খান নাকি শাহরুখ খান?  বলিউডের বাদশাকে একপাশে রেখে বিনা সংকোচে ঢালিউডের “নিজের রাজত্বে রাজা” শাকিব খানকেই বেছে নিলেন তিনি। যেন ঘোষণা দিলেন—“বলিউড বাদশা নয়, চাই ঢালিউডের প্রিন্স!”


এতদিন “প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা” সিনেমার নায়িকা হিসেবে ইধিকা পালের নাম ঘুরছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, হানিয়া ঢুকে পড়েছেন সেই দৌড়ে। ঢালিউডের গুঞ্জন—সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের ঢাকা সফরটাই নাকি আসলে সিনেমা প্রমোশনের গোপন মহড়া!


প্রশ্ন হলো, শাহরুখের মতো গ্লোবাল আইকনকে বাদ দিয়ে শাকিবের ফ্যান ঘোষণা কেন? হানিয়া কি সত্যিই শাকিবের “স্টারডম ও ক্যারিশমায়” মুগ্ধ, নাকি ঢালিউডি লাল গালিচার গন্ধেই এই প্রেম? শাকিব খানও যে নতুন নায়িকা দিয়ে চমক দিতে ওস্তাদ, সেটা তো সবাই জানে।


ফলাফল—পুরো কাহিনি এখন হয়ে গেছে “শাহরুখ বাদ, শাকিব ইন” নাটক। হানিয়ার ঝালমুড়ি ব্রেকফাস্টের চেয়ে ঢালিউডের এই নতুন মশলা অনেক বেশি ঝাল, আর ভক্তরা ভাবছে—এটা কি সিনেমার প্রচার না নিছক আলোচনায় থাকার কৌশল?

কোন মন্তব্য নেই