Home Top Ad

banner

বিদায় সাইফ পাওয়ারটেক, এনসিটি চালাবে নৌবাহিনীর ড্রাইডক

Share:
বিদায় সাইফ পাওয়ারটেক, এনসিটি চালাবে নৌবাহিনীর ড্রাইডক
বিদায় সাইফ পাওয়ারটেক, এনসিটি চালাবে নৌবাহিনীর ড্রাইডক

চুক্তি শেষ হওয়ায় ১৭ বছর পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) থেকে সরে যাচ্ছে সাইফ পাওয়ারটেক। প্রতিষ্ঠানটির স্থলাভিষিক্ত হিসেবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিচ্ছে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড, যা বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান।

সোমবার (৭ জুলাই) থেকে ড্রাইডক টার্মিনাল পরিচালনা শুরু করবে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় সাইফ পাওয়ারটেকের সঙ্গে আর কোনো চুক্তি নবায়ন করছে না বন্দর কর্তৃপক্ষ। ফলে দেড় দশকের বেশি সময় ধরে এনসিটিতে প্রতিষ্ঠানটির কার্যক্রমের অবসান ঘটছে।

প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল বন্দর কর্তৃপক্ষ নিজেই টার্মিনাল পরিচালনা করবে। পরে সরকার নৌবাহিনীকে এই দায়িত্ব দিতে আগ্রহ প্রকাশ করে। তবে আইনি কিছু জটিলতার কারণে সরাসরি নৌবাহিনীকে না দিয়ে, তাদের অধীনস্থ প্রতিষ্ঠান ড্রাইডককে দায়িত্ব দেওয়া হয়েছে।

banner

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, সরকারের সিদ্ধান্তের পর ড্রাইডকের সঙ্গে চুক্তির প্রস্তাব বন্দর বোর্ডে অনুমোদিত হয়েছে। সোমবার ছয় মাসের জন্য চুক্তি হবে এবং সেদিনই সাইফ পাওয়ারটেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে।

চিটাগাং ড্রাইডক লিমিটেড রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত। এটি চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই অবস্থিত।

এনসিটির দায়িত্ব ছাড়লেও সাইফ পাওয়ারটেক চুক্তি অনুযায়ী চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা করবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনাল রয়েছে – চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)। ২০২৪-২৫ অর্থবছরে বন্দরের ৩২ লাখ টিইইউস কনটেইনারের মধ্যে ৪৪ শতাংশ পরিচালনা হয়েছে এনসিটি থেকে।

কোন মন্তব্য নেই