Home Top Ad

banner

চাঁদা না দিলে গুনাহ – জামাতের চাঁদাবাজি নাটক ফাঁস!

Share:

 জামাতের চাঁদাবাজি: ‘পকেট কাটতে না কাটতেই তওবা’র নাটকীয় ইতিহাস!

জামাতে ইসলামীর নতুন নীতি

বাংলাদেশে জামাতে ইসলামীর রাজনীতি ঠিক যেন বগলের মধ্যে চাঁদার খাতা আর মুখে ইসলামের লেবেল। কুষ্টিয়া থেকে শুরু করে ফেনী, এমনকি ঢাকার মঞ্চেও, এদের একটাই মূল মন্ত্র – “তুই চাঁদা দিবি না? আচ্ছা, আল্লাহর রাস্তা থেকে সরছিস!”


🔥 কুষ্টিয়ার লজ্জা কাহিনী

কুষ্টিয়ায় পার্কিং টোল নিয়ে জামাত-বিএনপি কর্মীদের মধ্যে হাতাহাতি ও রক্তারক্তি। দুইজন আহত। কারণ? রাস্তার পাশে কে চাঁদা তুলবে সেটা নিয়ে দুই দল ‘ইসলামী রগরগে বিতর্কে’ মেতেছিল। একপাশে বলছে – “আমি রাসুলের উম্মত, আমাকে দে।” অন্যপাশে – “আমি তো উম্মতে বিএনপি, চাঁদা না দিলে গাড়ি চলবে না।”

(সূত্র: jagonews24)


🤣 অডিও ফাঁস – চাঁদা চাই… না দিলে দোয়া করব না!

ফেনীতে এক মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে চাঁদা দাবির অডিও ফাঁস। কী সুন্দর ইসলামি রাজনীতি! প্রথমে চাঁদা চাও, তারপর না দিলে মাদ্রাসার বাইরে বের হতে না পারার হুমকি দাও। শেষমেষ বদনাম রুখতে দল থেকে বহিষ্কার, কিন্তু লজ্জা দূর হলো কই?

(সূত্র: prothomalo)


💀 তাফসির মাহফিল না চাঁদা মহোৎসব?

বিএনপি নেতা হারুনুর রশিদ আবার বলেন – “জামাত তাফসির মাহফিলের নামে মাসব্যাপী চাঁদাবাজি করছে।” মানে, ইসলাম শিখতে এসে টাকা দিয়ে যাই, নাকি চাঁদার টাকা দিয়ে ইসলাম শিখি, মানুষই বুঝতে পারছে না।

(সূত্র: dailyjanakantha)


😂 জামাতের পবিত্র ঘোষণা: ‘আমরা চাঁদাবাজ না!’

দলের আমীর শফিকুর রহমান বলে – “জামাত চাঁদাবাজি করে না, আমরা পকেট কাটতে আসিনি।”

ওদিকে সমাবেশে বসে নতুন নেতা-কর্মীরা বলে – “সাবধান, পকেট কাটা যাবেনা!”

ভাই, এত সতর্কবার্তা দিতে হচ্ছে কেন? মানুষের পকেট কাটার ফ্লেভার কি এতটাই প্রবল?

(সূত্র: facebook video)


🔴 ঢাকার মহাসমাবেশ: চাঁদাবাজির বিরুদ্ধে চাঁদাবাজদের যুদ্ধ ঘোষনা

ঢাকার সমাবেশে আবার ঘোষণা – “চাঁদাবাজি করব না, বরং বন্ধ করব।”

এটা ঠিক সেই স্টাইলে: ‘আমি চোর না, চুরি বন্ধ করব। তবে চুরির টাকা আগে শোধ করতে হবে।’

(সূত্র: AP News)


💣 শেষ কথা

জামাতের কাছে ইসলামী রাজনীতি মানেই:

> 🔹 চাঁদা তোলার হাদিস

🔹 পকেট কাটার ফতোয়া

🔹 না দিলে দোয়া বাতিল

এরা যদি একদিন ঘোষণা দেয় – “চাঁদাবাজি ফ্রি!”, তখন বুঝবে ইসলামী বিপ্লব সত্যিই শুরু হয়েছে।


কোন মন্তব্য নেই