Home Top Ad

banner

লোহার খাঁচায় বন্দি চার শিশু, পথে পথে মায়ের বেদনার্ত সংগ্রাম

Share:

লোহার খাঁচায় চার শিশু, মায়ের অসহায় জীবনযুদ্ধের গল্প


সংগ্রহীত ছবি

ঠাকুরগাঁওয়ের রাস্তায় দেখা মেলে এক অদ্ভুত দৃশ্যের – লোহার খাঁচার ভিতরে তিন শিশু, আর পাশে হেঁটে যাচ্ছে আরেকটি ছোট মেয়ে। এই শিশুদের মা জান্নাত বেগম (২২) সন্তানদের নিরাপদ রাখতে লোহার খাঁচাকে বেছে নিয়েছেন। সন্তানদের নিয়ে এই লড়াই করে যাচ্ছেন তিনি একাই।


জানা গেছে, ময়মনসিংহের মেয়ে জান্নাত বেগম প্রেম করে পাঁচ বছর আগে বিয়ে করেছিলেন ঠাকুরগাঁওয়ের হাবিলকে। প্রথমে জন্ম হয় এক কন্যা সন্তানের। এরপর জন্ম দেন একসঙ্গে তিন যমজ সন্তান – দুই কন্যা ও এক পুত্র। তবে স্বামী হাবিল সব ছেড়ে চলে 
যান তাদেরকে। শুরু হয় জান্নাতের নিদারুণ সংগ্রাম।

banner

চার শিশুকে ফেলে কোথাও কাজ করার সুযোগ নেই। সন্তানদের ক্ষুধা নিবারণের উপায় খুঁজতে ৭ হাজার টাকা খরচ করে কামারের দোকান থেকে চাকা লাগানো লোহার খাঁচা বানান জান্নাত। সেই খাঁচায় তিন শিশুকে বসিয়ে আরেক সন্তানকে সঙ্গে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান সাহায্যের আশায়।


জান্নাত জানান, “বাড়ি বাড়ি কাজের প্রস্তাব পাই, কিন্তু ৪ শিশু সন্তানকে ফেলে কোথায় যাবো? তাই খাঁচা বানিয়ে রাস্তায় বের হই। যা পাই তাই দিয়ে চলি, কিন্তু পেট ভরে খাওয়াতে পারি না। কখনো পুষ্টিকর খাবার দিতে পারি না।”
তিনি আরও জানান, অনেকেই শিশুদের কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু সন্তানদের মায়া তাকে সেই প্রলোভনে ডোবাতে পারেনি।


#লোহারখাঁচা #শিশুসংগ্রাম #ঠাকুরগাঁও #মানবিকসংবাদ #বাংলাদেশ

কোন মন্তব্য নেই