Home Top Ad

banner

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

Share:
টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | টাঙ্গাইল | ৭ জুলাই ২০২৫

টাঙ্গাইলের ধনবাড়ী-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বাঘিল এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে জামালপুর থেকে মধুপুরগামী মাহি এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হয়। ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় ঘটে এই দুর্ঘটনা। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

banner

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মধুপুর-ধনবাড়ী) মো. আরিফুল ইসলাম জানান, নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহত একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে ধনবাড়ী থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

#টাঙ্গাইল #দুর্ঘটনা #নিহত #বাস_দুর্ঘটনা #বাংলাদেশ

কোন মন্তব্য নেই