Home Top Ad

banner

নিজের ক্ষমতার পথ তৈরি করতেই কি বিএনপিকে খোঁচাচ্ছেন সারজিস আলম?

Share:

 বিএনপিকে খোঁচা দিয়ে নিজের স্বার্থসিদ্ধির চেষ্টা সারজিস আলমের?


সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আবারও প্রমাণ করলেন, দেশের রাজনীতিতে কথার জাদু দেখিয়ে নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করতে মরিয়া তিনি। বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া স্ট্যাটাসে বিএনপিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন, যা রাজনৈতিক মহলে প্রশ্নের জন্ম দিয়েছে – তিনি আসলে কী চান?

স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, বিএনপি হয়তো মনে করছে তারা অবধারিতভাবে ক্ষমতায় আসবে। অথচ বিশ্লেষকরা বলছেন, তার পুরো বক্তব্যই প্রমাণ করে এনসিপিও গোপনে ক্ষমতার স্বপ্ন দেখছে। তারা চায় একটি ‘NCC’ (National Constitutional Council) গঠন করে সব নিয়োগের লাগাম নিজের হাতে রাখতে, যাতে সুবিধামতো লোক বসিয়ে ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা লোটা যায়।


অনেকে বলছেন, সারজিসের বক্তব্যে দ্বিচারিতা স্পষ্ট। তিনি একদিকে বিএনপিকে ক্ষমতার লোভী বলছেন, অন্যদিকে নিজেই ক্ষমতার পথ তৈরি করছেন। দেশের মানুষ প্রশ্ন তুলছে – “এনসিপি আর বিএনপির মধ্যে পার্থক্য কোথায়? দুই দলই ক্ষমতার খেলায় মত্ত।”

সারজিসের স্ট্যাটাসে আরও লেখা হয়েছে, যদি প্রধানমন্ত্রী ১০ বছর মেয়াদে থাকে নাকি NCC গঠিত হয়, তাহলে তিনি NCC বেছে নেবেন। এই বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সারজিস আলম মূলত ভবিষ্যতে প্রশাসন ও নিয়োগ ব্যবস্থায় প্রভাব খাটানোর সুযোগ খুঁজছেন। কারণ NCC’র মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবাধীন হওয়ার সম্ভাবনাই বেশি।


নাগরিক সমাজ বলছে, দেশের মানুষের মৌলিক সংস্কারের কথা বলে আসলে সারজিস আলম নিজেই ‘ক্ষমতা লোভী রাজনীতির’ পথ প্রশস্ত করছেন। এভাবেই একেকজন নেতা দেশের উন্নতির কথা বলে ক্ষমতার অলিন্দে ঢুকে পড়ছে।


কোন মন্তব্য নেই