Home Top Ad

banner

📰 জুলাইতে শহীদ হতে না পারার আফসোস প্রকাশ করলেন আসিফ মাহমুদ

Share:

জুলাইতে শহীদ হতে না পারার আফসোস প্রকাশ আসিফ মাহমুদের


ছবি: সংগ্রহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, জুলাই মাসে শহীদ হতে না পারাটা তার জন্য এক ধরনের আফসোস।

                                           


শুক্রবার (৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।


স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, “গত বছর জুলাই মাসেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। তবে এ দেশের জনগণ তার পরিণতি কী করেছে, তা সবারই জানা।”

                                           

তিনি আরও লেখেন, “৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হবো না।”


জুলাই মাসকে প্রতিরোধ ও আত্মত্যাগের মাস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “জুলাই এ দেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।”

                                           

আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন, “আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই। আমাদের ভিশন কোনো ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”


শেষে, অতীতের সহিংস আক্রমণের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?”

কোন মন্তব্য নেই