Home Top Ad

banner

ফল ধরেছে জয়া আহসানের গাছে, খুশিতে ভাসছেন অভিনেত্রী

Share:

অভিনয়ের ফাঁকে বাগানেই সুখ, ফল ধরেছে জয়া আহসানের গাছে!

ছাদবাগানে হাস্যোজ্জ্বল জয়া আহসান (ছবি: ফেসবুক)

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও যে নিজের শখকে ভুলে যাননি, তার প্রমাণ তিনি প্রায়ই দেন। শহরের যান্ত্রিক জীবনের মাঝে এক টুকরো সবুজ খুঁজে নিয়েছেন নিজের ছাদবাগানে। এবার সেই বাগানেই ধরেছে ফল, আর সেই আনন্দের মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন এই তারকা।

সম্প্রতি জয়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, তার লাগানো পেঁপে গাছে ধরেছে সারি সারি কাঁচা পেঁপে। গাছের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকা জয়া আহসানের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ছবিটি শেয়ার করে তিনি তার এই সবুজ উদ্যোগের সফলতা তুলে ধরেন।

banner

এরপর একটি ভিডিওতে তিনি তার বাগান দিয়ে হাঁটার সময় দেখান আরেকটি ফলের গাছ। ভিডিওতে তিনি বলেন:

“এটি আঁশফল গাছ। আনন্দ লাগছে, আমাদের গাছে ফল ধরেছে।”

তার এই সহজ ও আন্তরিক প্রকাশভঙ্গি ভক্তদের মন জয় করে নিয়েছে। এর আগেও বিভিন্ন সময় জয়া তার বাগানের ফুল, ফল ও সবজির ছবি শেয়ার করে প্রকৃতিপ্রেমী হিসেবে নিজের পরিচয়ের জানান দিয়েছেন।

আসছে জয়ার নতুন সিনেমা 'ডিয়ার মা'

ব্যক্তিগত জীবনের এই আনন্দের খবরের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ ব্যস্ত জয়া আহসান। আগামী ১৮ জুলাই মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই সিনেমায় জয়াকে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মায়ের চরিত্রে দেখা যাবে। এতে তার সাথে আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং চন্দন রায় স্যানালের মতো শক্তিশালী অভিনেতারা।


আরও খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজে

কোন মন্তব্য নেই